১৮ বারের চেষ্টায় অবশেষে স্বপ্ন পূরণ হলো বিরাট কোহলির। নিজের চতুর্থ আইপিএল ফাইনালে এসে শিরোপা জিতলেন তিনি। জশ হ্যাজলউড ফাইনালের শেষ বল করতেই কোহলির দু-চোখ ছলছল করতে লাগল। দেখে বোঝা যাচ্ছিল, এই অর্জন তার কাছে কতটা বিশেষ।আরসিবি ফ্যানদের অপেক্ষার দিন শেষ হলো।
‘এই জয় শুধু ট্রফি নয়, ১৮ বছরের আত্মনিবেদনের প্রতিদান,’— বলেন কোহলি। বেঙ্গালুরুর প্রতি নিজের ভালোবাসা আর দায়বদ্ধতার কথা জানাতে গিয়ে বলেন, ‘এই জয় শুধু আমাদের দলের জন্য নয়, সমানভাবে আমাদের সমর্থকদের জন্যও। ১৮টা বছর কেটে গেছে। আমি আমার তারুণ্য, গর্ব, অভিজ্ঞতা—সবকিছু এই দলের জন্য উৎসর্গ করেছি। প্রতি মৌসুমে চেষ্টা করেছি ট্রফি জেতার, নিজের সর্বোচ্চটা দিয়েছি। আর আজ যখন সেটা সত্যি হলো, অনুভূতিটা অবিশ্বাস্য।’
শিরোপা জয়ের মুহূর্ত নিয়ে স্মৃতিকাতর কোহলি বলেন, ‘আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে। শেষ বলটা করতেই আবেগে ভেসে গিয়েছিলাম। এটা আমার কাছে বিশাল এক মুহূর্ত। সবটুকু পরিশ্রম, চেষ্টা—সব যেন আজ পূর্ণতা পেল। আইপিএল ট্রফি জয় সত্যিই অসাধারণ এক অনুভূতি।’
এই ঐতিহাসিক জয়ের দিনে মাঠে উপস্থিত ছিলেন কোহলির স্ত্রী অনুশকা শর্মা ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। ট্রফি হাতে নিয়েও কোহলি স্মরণ করেন ডি ভিলিয়ার্সের অবদান, ‘এই ফ্র্যাঞ্চাইজির জন্য ও যা করেছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।