অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে ফাইনাল ম্যাচে হেরেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ১৭০ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করলেও ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষপর্যন্ত ৩২ রানের হারে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ এইচপি দল।
মাররারা ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে জিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ব্যাটিং-এ নেমে টম ও’কনেলের ফিফটিতে আগে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ গড়ে অ্যাডিলেড । ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন ও’কনেল। অধিনায়ক লিয়াম স্কট ১৮ বলে ৩০ করেন। রায়ান কিংয়ের ব্যাটে আসে ১৯ বলে ৩৫ রান।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বিগ ব্যাশের দল অ্যাডিলেড। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৩৭ রানে থামে বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেন জিসান আলম ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে আসে ৩২ রান। পঞ্চম ওভারের শেষ বলে ১৯ বলে ১৮ রান করা জিসানকে ফেরান টিম ওকলি। তানজিদ ধরে খেলার চেষ্টা করেন। অপর প্রান্ত থেকে উইকেট বিলিয়ে দেন পারভেজ হোসেন ইমন। ৬ বলে ৩ রান করেন তিনি।
দলীয় ৭৩ রানে ২৯ বলে ৩৫ রান করে তানজিদ আউট হলে পথ হারায় আকবর আলীর দল। হারাতে থাকে একের পর এক উইকেট। ৯২ রানে ৭ উইকেট হারালে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় লাল-সবুজ দলটি। শেষদিকে রাকিবুল হাসান ৬ বলে ১২ এবং রিপন মন্ডলের ১৩ বলে ১১ রান জয়ের জন্য পর্যাপ্ত ছিল না। ১ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে বাংলাদেশ।
রোববারই দিনের প্রথম সেমিফাইনালে আকবর আলীর দল হারায় নর্দার্ন টেরিটরিকে। দেড়শর কম পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২১ রানের জয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ।
নিজস্ব সংবাদ : 
























