সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা । ছবি : সংগৃহীত

ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার আনসার সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। বাদী হয়ে মামলাটি করেছেন পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন। তিনি বলেন, ‘ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় তিন-চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। যার মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত।’

তিনি আরও বলেন, ‘সোমবার এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ঢাকার আদালতে হাজির করা হবে।’

এর আগে রবিবার রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আটকে রাখে এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীরা আরও অধিক সংখ্যায় জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। সঙ্গে লাঠিপেটাও করা হয়। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার আনসার সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। বাদী হয়ে মামলাটি করেছেন পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন। তিনি বলেন, ‘ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় তিন-চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। যার মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত।’

তিনি আরও বলেন, ‘সোমবার এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ঢাকার আদালতে হাজির করা হবে।’

এর আগে রবিবার রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আটকে রাখে এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীরা আরও অধিক সংখ্যায় জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। সঙ্গে লাঠিপেটাও করা হয়। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।