সংবাদ শিরোনাম ::
Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু Logo টাঙ্গুয়ার, হাকালুকি হাওরে সুরক্ষা আদেশ জারি: উচ্চস্বরে গান-বাজনা, পার্টি করা যাবে না Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮টি প্রকল্প অনুমোদন: উপকূল, পাহাড়ে বাড়লো নিরাপদ পানির আশা     Logo কপ ৩০: জলবায়ু সংকট মোকাবিলায় এবারের সম্মেলন খুঁজবে দুটি জরুরি প্রশ্নের উত্তর Logo বয়স চল্লিশের পর সকালের নাস্তা কেমন হবে

আফগানিস্তানের প্রতিশোধ, ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি  

আফগানিস্তানের প্রতিশোধ, ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি  

আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত ও ৩০ জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। পাশাপাশি ২৫টি সীমান্ত চৌকি দখলেরও দাবি করা হয়েছে। আজ রোববার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ।

 

তালেবান সরকারের মুখপাত্র বলেন, ‘আফগান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্ত চৌকি দখল করেছে। এতে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।’

কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও হতাহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ দখল করেছে।’

 

তালেবান সরকারে ভাষ্য, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলেছিল, এরপর প্রতিশোধ নিতে সীমান্তে অভিযান চালানো হয়।

তালেবান সরকার বলেছে, পাকিস্তানের “বারবার লঙ্ঘনের” বিরুদ্ধে “দৃঢ় প্রতিক্রিয়া” জানিয়েছে তালেবান যোদ্ধারা। হেলমান্দ, কান্দাহার, পাকটিকা, খোস্ত, পাকটিয়া, জাবুল, নাঙ্গারহার এবং কুনার প্রদেশে সামরিক ও মিলিশিয়া ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

শনিবার গভীর রাতে ভারী অস্ত্র, পালিয়ে যাওয়া মার্কিন সেনাদের হামভি যানে চেপে রকেট লঞ্চার দিয়ে ব্যাপক হামলা শুরু করে তালেবানরা। বিবিসির তথ্য অনুযায়ী, কুনার-কুররম অঞ্চলে সংঘর্ষে উভয় পক্ষই ছোট অস্ত্র এবং কামান ব্যবহার করেছে।

 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এ হামলা চালায়। তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালায়।

 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।

এদিকে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানগুলিতে মারাত্মক “প্রতিশোধমূলক” হামলার একদিন পর, আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, মাওলাভি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ, সতর্ক করে বলেছেন যে আফগান বাহিনী দেশের সীমান্ত “প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত”।

 

উল্লেখ্য, ইসলামাবাদের অভিযোগ, কাবুলের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। যদিও এ অভিযোগ অস্বীকার করছে তালেবান।

 

প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন এক সময়ে এ উত্তেজনা দেখা দিয়েছে, যখন আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২

আফগানিস্তানের প্রতিশোধ, ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি  

আপডেট সময় ০৩:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত ও ৩০ জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। পাশাপাশি ২৫টি সীমান্ত চৌকি দখলেরও দাবি করা হয়েছে। আজ রোববার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ।

 

তালেবান সরকারের মুখপাত্র বলেন, ‘আফগান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্ত চৌকি দখল করেছে। এতে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।’

কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও হতাহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ দখল করেছে।’

 

তালেবান সরকারে ভাষ্য, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলেছিল, এরপর প্রতিশোধ নিতে সীমান্তে অভিযান চালানো হয়।

তালেবান সরকার বলেছে, পাকিস্তানের “বারবার লঙ্ঘনের” বিরুদ্ধে “দৃঢ় প্রতিক্রিয়া” জানিয়েছে তালেবান যোদ্ধারা। হেলমান্দ, কান্দাহার, পাকটিকা, খোস্ত, পাকটিয়া, জাবুল, নাঙ্গারহার এবং কুনার প্রদেশে সামরিক ও মিলিশিয়া ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

শনিবার গভীর রাতে ভারী অস্ত্র, পালিয়ে যাওয়া মার্কিন সেনাদের হামভি যানে চেপে রকেট লঞ্চার দিয়ে ব্যাপক হামলা শুরু করে তালেবানরা। বিবিসির তথ্য অনুযায়ী, কুনার-কুররম অঞ্চলে সংঘর্ষে উভয় পক্ষই ছোট অস্ত্র এবং কামান ব্যবহার করেছে।

 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এ হামলা চালায়। তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালায়।

 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।

এদিকে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানগুলিতে মারাত্মক “প্রতিশোধমূলক” হামলার একদিন পর, আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, মাওলাভি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ, সতর্ক করে বলেছেন যে আফগান বাহিনী দেশের সীমান্ত “প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত”।

 

উল্লেখ্য, ইসলামাবাদের অভিযোগ, কাবুলের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। যদিও এ অভিযোগ অস্বীকার করছে তালেবান।

 

প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন এক সময়ে এ উত্তেজনা দেখা দিয়েছে, যখন আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন।