সংবাদ শিরোনাম ::
Logo কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায় Logo কপ ৩০: জলবায়ু সংকট নিয়ে সম্মেলন করে ৩০ বছর পার, এখন সমাধানের সময়   Logo জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা Logo শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ১৭ নভেম্বর Logo জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও প্রধান    Logo আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা Logo প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘রক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা’    Logo জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি নায়ক গোবিন্দ Logo বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো ই-টিকেটিং

আবার গরম! লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে, ভারী বৃষ্টির আভাস

আবার গরম! লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে, ভারী বৃষ্টির আভাস

বৃষ্টিপাত কমে দাপটে রয়েছে তাপমাত্রা। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। যা আরও ঘণীভূত হয়ে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার এর গতিপথ বোঝা যাবে। এর প্রভাবে, ২৪ অক্টোবর থেকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের মধ্যে আরেকটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এ বছর বর্ষা বিদায় নিয়েছে ১৪ অক্টোবর। এরপর থেকেই আবহাওয়া শুষ্ক হচ্ছে। বর্ষার পর সাধারণত আবহাওয়া পরিবর্তন হয়। তাই এই সময় বঙ্গোপসাগরেও সৃষ্টি হয় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়। এ বছরও দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। যা শ্রীলঙ্কার কাছে হওয়ায় আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের তামিলনাডু উপকূলে এর প্রভাব পড়তে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ খন্দকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্র– এসব অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ হলে, এর গতিপথটা আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে। এখন পর্যন্ত যে পূর্বাভাস, তাতে এটা বোঝা যাচ্ছে। এর প্রভাবে উপকূলে বৃষ্টি হতে পারে।

 

অক্টোবরে ঘূর্ণিঝড় রেশমি, সিত্রাং হানা দিয়েছিল বাংলাদেশের উপকূলে। এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এরপর আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

খন্দকার হাফিজ বলেন, এখন যে সুস্পষ্ট লঘুচাপ এটি দ্রুতই উপকূলের দিকে এগোবে। এর পেছনে যে লঘুচাপ, সেটির শক্তি সঞ্চয় করার সম্ভাবনা বেশি। পরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

 

অবহাওয়া অফিস বলছে, সূর্যের এখন দক্ষিণায়ন চলছে। তীর্যক হয়ে পড়ছে আলো। তাই প্রায় সারা দিনই থাকছে সূর্যের তেজ। নভেম্বরে এই তেজ কমবে। আসবে শীতের অনুভূতি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায়

আবার গরম! লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে, ভারী বৃষ্টির আভাস

আপডেট সময় ১২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বৃষ্টিপাত কমে দাপটে রয়েছে তাপমাত্রা। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। যা আরও ঘণীভূত হয়ে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার এর গতিপথ বোঝা যাবে। এর প্রভাবে, ২৪ অক্টোবর থেকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের মধ্যে আরেকটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এ বছর বর্ষা বিদায় নিয়েছে ১৪ অক্টোবর। এরপর থেকেই আবহাওয়া শুষ্ক হচ্ছে। বর্ষার পর সাধারণত আবহাওয়া পরিবর্তন হয়। তাই এই সময় বঙ্গোপসাগরেও সৃষ্টি হয় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়। এ বছরও দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। যা শ্রীলঙ্কার কাছে হওয়ায় আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের তামিলনাডু উপকূলে এর প্রভাব পড়তে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ খন্দকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্র– এসব অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ হলে, এর গতিপথটা আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে। এখন পর্যন্ত যে পূর্বাভাস, তাতে এটা বোঝা যাচ্ছে। এর প্রভাবে উপকূলে বৃষ্টি হতে পারে।

 

অক্টোবরে ঘূর্ণিঝড় রেশমি, সিত্রাং হানা দিয়েছিল বাংলাদেশের উপকূলে। এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এরপর আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

খন্দকার হাফিজ বলেন, এখন যে সুস্পষ্ট লঘুচাপ এটি দ্রুতই উপকূলের দিকে এগোবে। এর পেছনে যে লঘুচাপ, সেটির শক্তি সঞ্চয় করার সম্ভাবনা বেশি। পরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

 

অবহাওয়া অফিস বলছে, সূর্যের এখন দক্ষিণায়ন চলছে। তীর্যক হয়ে পড়ছে আলো। তাই প্রায় সারা দিনই থাকছে সূর্যের তেজ। নভেম্বরে এই তেজ কমবে। আসবে শীতের অনুভূতি।