বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ। নতুন মেয়াদে আগামী ৪ বছর বিসিবির পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন তারা।
সোমবার বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ জন প্রার্থীসহ মোট ২৫ জনের ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি ও সহ-সভাপতি।
আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর। ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রার্থিতা প্রত্যাহার করায় নাজমুল আবেদীন ফাহিমসহ তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন তিনিও।
ডেস্ক রিপোর্ট 
























