সংবাদ শিরোনাম ::
Logo ‘২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী’ Logo ১১৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন Logo নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা Logo পরিবেশ ও শ্রমিকবান্ধব টেকসই চামড়া শিল্পখাতের জন্য টিসিসি গঠনের প্রস্তাবনা সভাতেই বড় ঘোষণা! Logo ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি Logo ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে দেওয়া চিঠিতে যা লিখলেন ট্রাম্প Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা

আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটক!

আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটক!

আমেরিকায় আপাতত বন্ধ হয়ে গেল টিকটক। জনপ্রিয় কনটেন্ট মেকিং ও ভিডিও শেয়ারিং অ্যাপটি আপাতত আমেরিকানরা কেউ চালাতে পারছেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢোকার চেষ্টা করলে তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। বার্তায় লেখা দেখাচ্ছে, ‘দুঃখিত, টিকটক আর সচল নেই। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন।’

এদিকে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে তিনি এই পদক্ষেপ নেবের। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্প।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সোমবার আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এই তিন মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে বিষয়টি সামলাতে হবে।’

যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি টিকটক ব্যবহারকারী আছে। অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। মার্কিন প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী’

আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটক!

আপডেট সময় ১২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

আমেরিকায় আপাতত বন্ধ হয়ে গেল টিকটক। জনপ্রিয় কনটেন্ট মেকিং ও ভিডিও শেয়ারিং অ্যাপটি আপাতত আমেরিকানরা কেউ চালাতে পারছেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢোকার চেষ্টা করলে তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। বার্তায় লেখা দেখাচ্ছে, ‘দুঃখিত, টিকটক আর সচল নেই। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন।’

এদিকে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে তিনি এই পদক্ষেপ নেবের। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্প।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সোমবার আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এই তিন মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে বিষয়টি সামলাতে হবে।’

যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি টিকটক ব্যবহারকারী আছে। অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। মার্কিন প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।