আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে, জানিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) । এতে বহু হতাহতের শঙ্কা রয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটেছে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।

উড়োজাহাজটি বোমবার্ডিয়ান সিআরজে৭০০ মডেলের। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন আর হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
দুর্ঘটনার খবর শোনার পর এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। যারা দুর্ঘটনার পর প্রথম এগিয়ে এসেছেন তাদের করা অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
ভয়াবহ এই দুর্ঘটনার পর এরই মধ্যে একটি তদন্তের ঘোষণা দেয়া হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে এই তদন্ত পরিচালনা করছে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















