ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে গোটা অঞ্চলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির এমন টান টান উত্তেজনার মধ্যে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।
সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ‘যদি ইসরায়েল ইরানে হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া জানানো বন্ধ করব।’
তবে ইসরায়েল যে থামছে না তা বোঝা গেল দেশটির প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারিতে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের অস্ত্র কারখানাগুলোতে হামলা চালাবে এবং তেহরানসহ সবখানে ‘ইরানি সাপের খোলস খুলে ফেলবে’- বলে মন্তব্য করেছেন ইসরায়েল কাতজ।
এর মধ্যেই রোববার নতুন করে তেহরানে বড় বিস্ফোরণ ঘটেছে। তেহরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে আবারও ব্যাপক আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার রাতে ওই অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। এতে ১৫ তলা বিশিষ্ট একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় এবং এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে সহজেই চুক্তি সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানে যে হামলা হয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।
তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের ওপর ইরানের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে— যা আগে কখনো দেখা যায়নি।