ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর রকেট-ড্রোন হামলার শঙ্কায় ইসরায়েল। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, লেবানন সীমান্তবর্তী ইসরায়েলী সামরিক বাহিনীর ক্যাম্পগুলোতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, এসব হামলার আগেই লেবাননে হিজবুল্লাহ্ ঘাঁটিগুলোতে বিমানহামলা চালিয়েছে ইসরায়েল। অতএব সঠিক তথ্য কী সেটা নিয়েই জাগছে প্রশ্ন। এরই মধ্যে ইসরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে জনসমাগত সীমিত এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করা।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে এবং আকাশ হামলা থেকে সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বেন গুরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে। তেল আবিবগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে।
ডেস্ক রিপোর্ট 


















