সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশজুড়ে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া সাগরে লঘুচাপ তৈরি হয়েছিলো, তার প্রভাবেও দু’দিন ধরে বৃষ্টি ঝরছে। এদিকে আসন্ন ঈদের দিন পশু কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও এক ধরনের দুঃশ্চিন্তা রয়েছে।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারা দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এর কারণ হচ্ছে ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপ।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী কয়েক দিন ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির আভাস নেই। তবে দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে। এর প্রভাবে কয়েকদিন থেমে থেমে মাঝারি থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, ‘ঈদের দিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে তিন দিন আগে আরও স্পেসিফিক করে বলা সম্ভব। এই পুরো সময়টা জুড়ে ভ্যাপসা গরম থাকবে।’
আবহাওয়াবিদ জানান, আগামী দুই তারিখের পর গরম কিছুটা বাড়বে এবং আগামী সাতই জুনের পর ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে।