দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও সদ্য রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুজুড়ে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চেন্নাই পুলিশ একটি অজ্ঞাত ফোন কল পায়, যেখানে হুমকি দেওয়া হয়- ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এই হুমকির পরপরই বিজয়ের বাড়িতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালায় বোম স্কোয়াড। যদিও এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
চেন্নাই পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে। কলারের অবস্থান ট্র্যাক করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটি কোনো প্র্যাঙ্ক কল বা মিথ্যা হুমকি হতে পারে। তবুও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম-এর একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে বিজয়ের রাজনীতিতে প্রবেশ নিয়ে নানা মহলে বিতর্ক চলছে। এরই মধ্যে নতুন করে এই হুমকি আতঙ্ক সৃষ্টি করেছে বিজয়ের অনুরাগীদের মাঝে।
ডেস্ক রিপোর্ট 























