পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’— এর মত পরপর তিনটি বড় মুভি দর্শকদের উপহার দিয়ে গত বছরটা শাহরুখ খান নিজের করে নিয়েছেন । এই বছরে তার মুভি না থাকলেও তিনি আলোচনায় ছিলেন সবসময়েই। তাকে নিয়ে তার ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানালেন তার লাইফস্টাইল সম্পর্কে বেশ কিছু তথ্য।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি কাজ শেষ করে বাড়ি ফেরেন রাত দুইটায়। ঘুমানোর আগে তিনি ব্যায়াম করেন।
অভিনেতা বলেন, ‘আমি ঘুমাতে যাই ভোর পাঁচটায়। এরপর নয়টা-দশটায় উঠি, যদি শুটিং থাকে। বাড়ি ফিরতে আমার রাত দুইটা বাজে। এরপর আমি গোসল করি এবং ঘুমানোর আগে ব্যায়াম করি।’
প্রতিবেদনে বলা হয়, দিনে শাহরুখ খান মাত্র একবেলা পেট ভরে খান । ব্যায়াম করেন মাত্র আধা ঘণ্টা করে, প্রতিদিন।
‘পাঠান’ মুভির আগে চার বছর পর্দায় অনুপস্থিত ছিলেন অভিনেতা। সেই সময় প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘৫৫ বছর বয়সে আমি বিরতি নিয়েছিলাম। মহামারীর সময় তখন আমার কিছুই করার ছিল না। আমি তখন সবাইকে বলতাম, ইতালিয়ান রান্না আর ব্যায়াম শিখতে। আমি প্রচুর তখন ব্যায়াম করতাম। আমি পেশিবহুল শরীর তৈরি করি।’
শাহরুখ খানের পরবর্তী মুভি ‘কিং’। সেই মুভিতে আরও থাকবেন তার মেয়ে সুহানা খান। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
অভিনেতা জানান, গত ৭-৮ বছর ধরে এমন একটা মুভি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই মুভিটা খুব ভালোভাবে বানাতে পারবেন। মুভিটি সবার ভালো লাগবে।
নিজস্ব সংবাদ : 























