সংবাদ শিরোনাম ::
Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু Logo টাঙ্গুয়ার, হাকালুকি হাওরে সুরক্ষা আদেশ জারি: উচ্চস্বরে গান-বাজনা, পার্টি করা যাবে না Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮টি প্রকল্প অনুমোদন: উপকূল, পাহাড়ে বাড়লো নিরাপদ পানির আশা     Logo কপ ৩০: জলবায়ু সংকট মোকাবিলায় এবারের সম্মেলন খুঁজবে দুটি জরুরি প্রশ্নের উত্তর Logo বয়স চল্লিশের পর সকালের নাস্তা কেমন হবে

কাশ্মীরে নিহতদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং

কাশ্মীরে নিহতদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিলেন অরিজিত সিং

কাশ্মীরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ক্ষুদ্ধ সারা ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি সেদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকা-শিল্পীরা এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। এবার এ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

বরাবরের মতোই অরিজিতের প্রতিবাদের ভাষা ভিন্ন। কথা বলেই প্রতিবাদ করতে হবে, এমন মনে করেন না অরিজিৎ সিং। কলকাতার আরজি কর কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন তিনি। ভক্তরা তার গানেই খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা।

এবার কাশ্মির হামলা নিয়ে নিজের প্রতিবাদ জানালেন শিল্পী। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, আজ ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি শো-ছিল ; আর সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। প্যাহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক অরিজিৎ সিং ।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, কাশ্মিরে ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনায় আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ ২৭ এপ্রিল অর্থাৎ রোববার চেন্নাইতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, যারা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

প্রসঙ্গত, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে গত মঙ্গলবার ঘটা এই হামলায় ২০ জন আহত ও ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতদের সকলেই পর্যটক বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২

কাশ্মীরে নিহতদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং

আপডেট সময় ০৪:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কাশ্মীরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ক্ষুদ্ধ সারা ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি সেদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকা-শিল্পীরা এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। এবার এ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

বরাবরের মতোই অরিজিতের প্রতিবাদের ভাষা ভিন্ন। কথা বলেই প্রতিবাদ করতে হবে, এমন মনে করেন না অরিজিৎ সিং। কলকাতার আরজি কর কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন তিনি। ভক্তরা তার গানেই খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা।

এবার কাশ্মির হামলা নিয়ে নিজের প্রতিবাদ জানালেন শিল্পী। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, আজ ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি শো-ছিল ; আর সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। প্যাহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক অরিজিৎ সিং ।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, কাশ্মিরে ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনায় আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ ২৭ এপ্রিল অর্থাৎ রোববার চেন্নাইতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, যারা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

প্রসঙ্গত, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে গত মঙ্গলবার ঘটা এই হামলায় ২০ জন আহত ও ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতদের সকলেই পর্যটক বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।