পরিচালক সুজয় ঘোষের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে মুখ খুলেছেন শাহরুখ খান। জানালেন এই সিনেমার জন্য তাকে ওজন কমাতে হবে।
শাহরুখ খান বলেন, ‘আমি এরপর যেই সিনেমাতে অভিনয় করবো সেটি হলো ‘কিং’। আমি ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। এখন আমার ওজন কিছুটা কমাতে হবে। কিছু স্ট্রেচিং করতে হবে’।
অভিনেতা আরও জানান, যে কোনো সিনেমার কাজ শেষ করতে তার দীর্ঘ সময় লাগে কারণ তিনি আগে নির্মাতার সঙ্গে সময় কাটিয়ে নেন তাকে ভালোভাবে বোঝার জন্য।
গত বছর বলিউডে “পাঠান”, “জওয়ান”, “ডাঙ্কি”র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল সিনেমা উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান। এরপর শোনা যায় ‘কিং’ সিনেমার কথা।
শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে ‘মুঞ্জ্যা’ ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। ছবির মূল খলনায়ক অভিষেক বচ্চন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ‘দ্য কিং’-এর শ্যুটিং।
নিজস্ব সংবাদ : 























