সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা Logo যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Logo ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে Logo সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা Logo এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

কুমিল্লার মুরাদনগরে নির্যাতনের সেই ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

কুমিল্লার মুরাদনগরে নির্যাতনের সেই ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে নির্যাতনের শিকার ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে আদেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আগামী ১৪ জুলাই এই মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লার মুরাদনগরে বাবারবাড়িতে বেড়াতে আসা হিন্দুধর্মাবলম্বী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলী নামে (৩৮) এক ব্যক্তির বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দিন রাতে তার বাবারবাড়ির পাশে পূজা হচ্ছিলো। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন; তিনি বাড়িতে একা ছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবারবাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

পরে শুক্রবার (২৭ জুন) দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

কুমিল্লার মুরাদনগরে নির্যাতনের সেই ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

আপডেট সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে নির্যাতনের শিকার ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে আদেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আগামী ১৪ জুলাই এই মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লার মুরাদনগরে বাবারবাড়িতে বেড়াতে আসা হিন্দুধর্মাবলম্বী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলী নামে (৩৮) এক ব্যক্তির বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দিন রাতে তার বাবারবাড়ির পাশে পূজা হচ্ছিলো। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন; তিনি বাড়িতে একা ছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবারবাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

পরে শুক্রবার (২৭ জুন) দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।