সংবাদ শিরোনাম ::
Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু Logo টাঙ্গুয়ার, হাকালুকি হাওরে সুরক্ষা আদেশ জারি: উচ্চস্বরে গান-বাজনা, পার্টি করা যাবে না Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮টি প্রকল্প অনুমোদন: উপকূল, পাহাড়ে বাড়লো নিরাপদ পানির আশা     Logo কপ ৩০: জলবায়ু সংকট মোকাবিলায় এবারের সম্মেলন খুঁজবে দুটি জরুরি প্রশ্নের উত্তর Logo বয়স চল্লিশের পর সকালের নাস্তা কেমন হবে Logo কপ ৩০: ১৪৫ আলোচ্যসূচী নিয়ে শুরু জলবায়ু সম্মেলন, ব্রাজিলে মুকিত মজুমদার বাবু    

কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রাও বাড়ছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রাও বাড়ছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলের অনেক স্থানে আজ মঙ্গলবার সকাল থেকে কুয়াশা পড়ে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেক স্থানে কেটে যায়। রোদ ওঠে। তবে সেই রোদ আবার ঢেকে যাচ্ছে মেঘ ও কুয়াশায়। রাজধানীতে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ফেব্রুয়ারি মাসে দক্ষিণাঞ্চলে মূলত এ কুয়াশা হয়। আজ রাজধানী বা দেশের মধ্যাঞ্চল পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। আগামী দুয়েক দিন এমন কুয়াশা থাকতে পারে সকালের দিকে। আবার দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনাও আছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ দেশের সার্বিক তাপমাত্রাও বেড়েছে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আর তা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা এভাবে আরও অন্তত দুই দিন বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, আগামী শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে পারে। তবে সেটা খুব তাৎপর্যপূর্ণ না। দুই দিন এমন থাকার পর আবার তাপমাত্রা বাড়তে পারে। রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রাও বাড়ছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০৭:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলের অনেক স্থানে আজ মঙ্গলবার সকাল থেকে কুয়াশা পড়ে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেক স্থানে কেটে যায়। রোদ ওঠে। তবে সেই রোদ আবার ঢেকে যাচ্ছে মেঘ ও কুয়াশায়। রাজধানীতে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ফেব্রুয়ারি মাসে দক্ষিণাঞ্চলে মূলত এ কুয়াশা হয়। আজ রাজধানী বা দেশের মধ্যাঞ্চল পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। আগামী দুয়েক দিন এমন কুয়াশা থাকতে পারে সকালের দিকে। আবার দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনাও আছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ দেশের সার্বিক তাপমাত্রাও বেড়েছে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আর তা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা এভাবে আরও অন্তত দুই দিন বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, আগামী শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে পারে। তবে সেটা খুব তাৎপর্যপূর্ণ না। দুই দিন এমন থাকার পর আবার তাপমাত্রা বাড়তে পারে। রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।