কেরালা রাজ্যের ওয়ানাডেতে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ এর কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ প্রায় ২০০-এরও বেশি মানুষ। একটার পর একটা গ্রাম ধসে যাচ্ছে। উদ্ধার হচ্ছে গ্রামবাসীদের মৃতদেহ। আর এই পরিস্থিতিতেই আল্লু অর্জুন এগিয়ে এলেন দুর্গতদের পাশে দাঁড়াতে।
তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভূমিধসে কেরালার যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমাকে এত ভালবাসা দিয়েছে। আমি ২৫ লাখ রুপি দিতে চাই কেরালার সিএম রিলিফ ফান্ডে। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।’
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আল্লু অর্জুনের এই সাহায্যের প্রশংসা করছেন অনেকেই। এই সাউথ অভিনেতার ভক্তরা তাকে নিয়ে অনেক গর্ববোধ করছেন, সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সে।
মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষীত সিনেমা ‘পুষ্পা ২’। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। এরই মধ্যে ফাঁস হয়ে গেছে এই সিনেমার বেশ কিছু দৃশ্যও।
নিজস্ব সংবাদ : 






















