মার্করামের ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস ক্রিকেট ইতিহাস মনে রাখবে। দলের স্মরণীয় এই জয়ের নায়ক ওপেনার এইডেন মার্করাম। মার্করামের সেঞ্চুরি ধ্বংস করলো মাইটি অজিদের অহংকার।
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪ চার মেরে ২০৭ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মার্করামের তার এই অসাধারণ ইনিংসটাই দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য মূল কারন।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হলো লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলল বাভুমার দল। এই জয়েই প্রায় ২৭ বছরের আইসিসি ট্রফি-খরা কাটল দক্ষিণ আফ্রিকার।
দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনের প্রথম সেশনেই কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। সেই ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ের পর এই প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জিতল তারা।