গাজা পুরোপুরি দখলে নেয়ার বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুর কেবিনেট অনুমোদন করার পর হামাস নির্মূলে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। হামলা জোরদারের অংশ হিসেবে ফের গাজায় ছুটছে দানবীয় ট্যাংক, একই সঙ্গে চলছে বিমান হামলা। টানা বিমান ও স্থল অভিযানে একদিনেই নিহত হয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজায় অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং গাজার দক্ষিণাঞ্চলে যে ত্রাণ বিতরণ কেন্দ্র, তা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে।
জাতিসংঘ মহাসচিব এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে এবং সাধারণ মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বাড়বে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে।
জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। যদিও ইসরাইয়েল সরকার জোর দিয়ে বলছে যে, গাজায় খাদ্যের ‘কোনো অভাব নেই’ বরং ‘আসল সংকট হলো হামাস ত্রাণ লুট করছে এবং বিক্রি করছে।