গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার ( ১ জুন) সকাল ১১টার দিকে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন।
পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট এ্যাপাঃ লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে অফিসে আসেন। পরে কারখানার পানি পান করলে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেককে দ্রুত স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে কারখানায় একদিনের সাধারণ ছুটি দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হয়৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।