কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর এর উদ্যোগে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প”—এর আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর এর আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ—পরিচাল কৃষিবিদ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএমপি পুলিশের উপ—পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগের রবিউল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৫টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
মাসুদ পারভেজ, গাজীপুর 



















