গাজীপুরে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

গাজীপুরে সিটি কর্পোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন।

দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান গাজীপুর শহরের তিতাস গ্যাস এবং টঙ্গির সফিউদ্দিন সরকার একাডেমি থেকে বর্জ্য অপসারণের কাজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণে সক্ষম হবে। নগরবাসীর ঈদ আনন্দ যাতে বর্জ্যের কারণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

সাধারণত গাজীপুর সিটিতে প্রতিদিন গৃহ বর্জ্য সংগ্রহ করা হয় এক শ টন। তার ওপর কোরবানি উপলক্ষে আগামী তিনদিন প্রতিদিন ১ শ টন করে কোরবানির বর্জ্য সংগ্রহ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে কর্পোরেশনের পক্ষ থেকে দেড় লাখ পচনশীল পলিথিন, ৫০ টন ব্লিচিং পাউডার স্থানীয় মসজিদের ব্যবস্থাপনায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে দেয়া হয়েছে। কর্পোরেশনের নিজস্ব ৪০ টি গাড়ির পাশাপাশি ভাড়া করা হয়েছে বাড়তি ৭০টি গাড়ি। ভাড়া করা হয়েছে ট্রলি এবং নিয়োগ করা হয়েছে বাড়তি লোকবল। ৪ হাজার ৫০০ শ্রমিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে।

গাজীপুরে প্রায় দেড় লাখ পশু কোরবানি হয়েছে। এর অর্ধেকটাই হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়। নির্ধারিত সময়ের মধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে কাজ করছেন।

ঈদে বর্জ্য অপসারণে কাজ করছে ডাম্প ট্রাক, মিনি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার, টায়ার ডোজার, পানির গাড়ি, বুলডোজার, এক্সেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি।

এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরি। জীবাণুনাশক হিসেবে সরবরাহ করা হয়েছে ব্লিচিং পাউডার।

গাজীপুর সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক জানান, সিটি করপোরেশনকে ঘোষিত সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা বদ্ধ পরিকর। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহায়তা চেয়েছে সিটি করপোরেশন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নগরবাসীর প্রতি আহ্বান করেন, সিটি কর্পোরেশন থেকে যে পলিব্যাগ সরবরাহ করা হয়েছে তাতে যেন ময়লা সংরক্ষণ করেন।

গাজীপুরে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

আপডেট সময় ১০:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

গাজীপুরে সিটি কর্পোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন।

দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান গাজীপুর শহরের তিতাস গ্যাস এবং টঙ্গির সফিউদ্দিন সরকার একাডেমি থেকে বর্জ্য অপসারণের কাজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণে সক্ষম হবে। নগরবাসীর ঈদ আনন্দ যাতে বর্জ্যের কারণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

সাধারণত গাজীপুর সিটিতে প্রতিদিন গৃহ বর্জ্য সংগ্রহ করা হয় এক শ টন। তার ওপর কোরবানি উপলক্ষে আগামী তিনদিন প্রতিদিন ১ শ টন করে কোরবানির বর্জ্য সংগ্রহ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে কর্পোরেশনের পক্ষ থেকে দেড় লাখ পচনশীল পলিথিন, ৫০ টন ব্লিচিং পাউডার স্থানীয় মসজিদের ব্যবস্থাপনায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে দেয়া হয়েছে। কর্পোরেশনের নিজস্ব ৪০ টি গাড়ির পাশাপাশি ভাড়া করা হয়েছে বাড়তি ৭০টি গাড়ি। ভাড়া করা হয়েছে ট্রলি এবং নিয়োগ করা হয়েছে বাড়তি লোকবল। ৪ হাজার ৫০০ শ্রমিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে।

গাজীপুরে প্রায় দেড় লাখ পশু কোরবানি হয়েছে। এর অর্ধেকটাই হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়। নির্ধারিত সময়ের মধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে কাজ করছেন।

ঈদে বর্জ্য অপসারণে কাজ করছে ডাম্প ট্রাক, মিনি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার, টায়ার ডোজার, পানির গাড়ি, বুলডোজার, এক্সেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি।

এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরি। জীবাণুনাশক হিসেবে সরবরাহ করা হয়েছে ব্লিচিং পাউডার।

গাজীপুর সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক জানান, সিটি করপোরেশনকে ঘোষিত সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা বদ্ধ পরিকর। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহায়তা চেয়েছে সিটি করপোরেশন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নগরবাসীর প্রতি আহ্বান করেন, সিটি কর্পোরেশন থেকে যে পলিব্যাগ সরবরাহ করা হয়েছে তাতে যেন ময়লা সংরক্ষণ করেন।