সংবাদ শিরোনাম ::
Logo কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায় Logo কপ ৩০: জলবায়ু সংকট নিয়ে সম্মেলন করে ৩০ বছর পার, এখন সমাধানের সময়   Logo জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা Logo শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ১৭ নভেম্বর Logo জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও প্রধান    Logo আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা Logo প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘রক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা’    Logo জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি নায়ক গোবিন্দ Logo বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো ই-টিকেটিং

গ্রিনল্যান্ডের বরফ গলছে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে

গ্রিনল্যান্ডের বরফ গলছে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে

দেশটির নাম গ্রিনল্যান্ড হলেও একে বরফের দেশ বললে ভুল হবে না। দেশটির ৮০ শতাংশই বরফে আচ্ছাদিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের পরিণতি এই দেশকেও ছাড় দিচ্ছে না। গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের বরফ। গ্রিনল্যান্ডের বরফ গলার মাত্রা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এভাবে বরফ গলতে থাকলে, কোনো এক সময় গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশ জুড়ে বিছিয়ে থাকা বরফের পুরো অংশটাই গলে যেতে পারে। এতে সংলগ্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে ২০ থেকে ২৫ ফুট!

যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে গত ৫ আগস্ট প্রকাশিত এক নতুন গবেষণাপত্রে এ সব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পল বিয়ারম্যান। তিনি বলেন, ‘প্রায় ২৭ লাখ বছর ধরে গ্রিনল্যান্ড বরফে আচ্ছাদিত হয়ে আছে। কিন্তু এখন আমরা এমন কিছু প্রমাণ পাচ্ছি, যাতে নিশ্চিতভাবে বোঝা যায়, বরফের এ আছ্ছাদনটি গেল যাচ্ছে।’

গ্রিনল্যান্ডের বরফ গলছে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে
গ্রিনল্যান্ডে গলছে বরফ, বাড়ছে আতঙ্ক

গ্রিনল্যান্ডের আয়তন প্রায় ৬ লাখ ৫৬ হাজার বর্গমাইল। এর ৮০ শতাংশই বরফে আচ্ছাদিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গত কয়েক বছরে এই এলাকার বরফ সবচেয়ে দ্রুত গলেছে। আর এই পরিমাণ বরফ গলার কারণে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় ০.০৩ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে।

পল বিয়ারম্যান বলেন, ‘বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রথম কারণ গ্রিনল্যান্ডের গলতে থাকা বরফ। বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকায় বরফ গলার ঝুঁকিও বাড়ছে।’

এই বিজ্ঞানী আরও জানান, গ্রিনল্যান্ডের পুরো বরফ গলে যেতে বহু বছর লেগে যেতে পারে। তবে এর পরিণতি হবে ভয়াবহ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায়

গ্রিনল্যান্ডের বরফ গলছে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে

আপডেট সময় ০১:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

দেশটির নাম গ্রিনল্যান্ড হলেও একে বরফের দেশ বললে ভুল হবে না। দেশটির ৮০ শতাংশই বরফে আচ্ছাদিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের পরিণতি এই দেশকেও ছাড় দিচ্ছে না। গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের বরফ। গ্রিনল্যান্ডের বরফ গলার মাত্রা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এভাবে বরফ গলতে থাকলে, কোনো এক সময় গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশ জুড়ে বিছিয়ে থাকা বরফের পুরো অংশটাই গলে যেতে পারে। এতে সংলগ্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে ২০ থেকে ২৫ ফুট!

যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে গত ৫ আগস্ট প্রকাশিত এক নতুন গবেষণাপত্রে এ সব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পল বিয়ারম্যান। তিনি বলেন, ‘প্রায় ২৭ লাখ বছর ধরে গ্রিনল্যান্ড বরফে আচ্ছাদিত হয়ে আছে। কিন্তু এখন আমরা এমন কিছু প্রমাণ পাচ্ছি, যাতে নিশ্চিতভাবে বোঝা যায়, বরফের এ আছ্ছাদনটি গেল যাচ্ছে।’

গ্রিনল্যান্ডের বরফ গলছে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে
গ্রিনল্যান্ডে গলছে বরফ, বাড়ছে আতঙ্ক

গ্রিনল্যান্ডের আয়তন প্রায় ৬ লাখ ৫৬ হাজার বর্গমাইল। এর ৮০ শতাংশই বরফে আচ্ছাদিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গত কয়েক বছরে এই এলাকার বরফ সবচেয়ে দ্রুত গলেছে। আর এই পরিমাণ বরফ গলার কারণে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় ০.০৩ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে।

পল বিয়ারম্যান বলেন, ‘বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রথম কারণ গ্রিনল্যান্ডের গলতে থাকা বরফ। বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকায় বরফ গলার ঝুঁকিও বাড়ছে।’

এই বিজ্ঞানী আরও জানান, গ্রিনল্যান্ডের পুরো বরফ গলে যেতে বহু বছর লেগে যেতে পারে। তবে এর পরিণতি হবে ভয়াবহ।