চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের শোভা কলোনি এলাকার একটি বাড়ি থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বার্মিজ পাইথন (অজগর সাপ) উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে এটি উদ্ধার করেন ‘থ্রি এস এ রেসকিউ টিম’র সদস্য জাহিদুল আলম, নাফিস হাসান এবং ভলেন্টিয়ার টিমের সদস্য ইমরান, ইফরানুল হক, সিফাত ও অর্ণব।
উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়। এটি বার্মিজ পাইথন বা অজগর সাপ। বৈজ্ঞানিক নাম ‘পাইথন বিভিটাটাস’ এবং বিষধর নয়।
রেসকিউ টিমের সদস্য জাহিদুল আলম বলেন, ‘কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর নির্জন এক পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়। অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে।’