যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘তেহরান খালি’ করতে বলায় কড়া বার্তা দিয়েছে ইরান। ফেসবুকে ও এক্সে (সাবেক টুইটর) ট্রাম্পকে উদ্দেশ করে ইসলামিক রিপাবলিক অব ইরান বলেছে: ‘জনাব ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।’
এর মধ্যে বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবর্তা দেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!’
যদিও কেন ছাড়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!’
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরান মিলিটারির ফেসবুক ও ইসলামিক রিপাবলিক অফ ইরানের এক্স আইডি থেকে এমন পোস্ট করা হয়েছে।