সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা Logo যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Logo ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে Logo সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা Logo এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় সিইসি নাসির উদ্দিন আরও জানান, সরকার যখনই চাইবে, তখনই নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রস্তুত।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার যখনই চায়, তখনই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। এ কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে এবং ন্যায্যতার ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকে নামেমাত্র সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে সিইসি বলেন, ‘সরকারও নিরপেক্ষ, কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কি না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি।’

নিয়মানুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান তিনি।

গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

আপডেট সময় ০৬:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় সিইসি নাসির উদ্দিন আরও জানান, সরকার যখনই চাইবে, তখনই নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রস্তুত।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার যখনই চায়, তখনই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। এ কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে এবং ন্যায্যতার ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকে নামেমাত্র সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে সিইসি বলেন, ‘সরকারও নিরপেক্ষ, কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কি না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি।’

নিয়মানুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান তিনি।

গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে।