রাজধানী ঢাকায় গতকাল থেকেই বইছিল ঠাণ্ডা বাতাস, আজকে নতুন বছরের শুরুতে রাজধানীতেও গত কয়েকদিনের তুলনায় বেশি অনভূত হচ্ছে, সেই সঙ্গে দেখা যাচ্ছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর বলছে, জানুয়ারিতে দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। প্রথমে কয়েক দিন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ থাকলেও ১০ জানুয়ারি থেকে হানা দিতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া পরবর্তীতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বাড়লে তা তীব্র হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী ৮-৯ জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বছরের প্রথম দিনে বুধবার দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। পাশাপাশি এই সময়ে ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।