জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী এক টাইফুন ‘শানশান’। এই টাইফুনের জেরে এরইমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। টাইফুন আঘাত হানার শঙ্কায় এরইমধ্যে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাতিল হচ্ছে বহু ফ্লাইট।
জাপান আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝোড়ো বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, টাইফুন শানশান বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘অত্যন্ত শক্তিশালী হয়ে’ দক্ষিণ কিউশুর দিকে অগ্রসর হতে পারে।
তিনি আরও জানান, টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিমি বেগে আঘাত হানতে পারে। অতীতে কখনো দেখা যায়নি এমন ‘তীব্র বাতাস’ এবং ‘জলোচ্ছ্বাস’ বয়ে আনতে পারে শানশান।
শানশান আগামী কয়েক দিনের মধ্যে জাপানের দক্ষিণ-পশ্চিম কিউশু দ্বীপে আঘাত হানবে ও সপ্তাহের শেষের দিকে রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ কিউশুর কাগোশিমা প্রিফেকচার ও সেন্ট্রাল আইচি এবং শিজুওকা প্রিফেকচারের আট লাখের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে।
ডেস্ক রিপোর্ট 



















