বাবা হলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। হেইলি বিবারের কোলজুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। শুক্রবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তা এই দম্পতি। একটি পোস্টে লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ, ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার। বিবারের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল। সেই সঙ্গে কমেন্টসেও অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার জোয়ারে ভাসছেন এই তাড়কা দম্পতি।
২০১৮ সালে অনেকটা চুপচাপভাবেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি বিবার। যদিও সেসময় বিয়ের খবর তারা কেউই প্রকাশ্যে আনেননি। অতঃপর বিয়ের চার বছর পূর্তিতে নিজেদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর তাদের কোলজুড়ে জুড়ে এলো পুত্র সন্তান “জ্যাক ব্লুজ বিবার”।
নিজস্ব সংবাদ : 






















