যুক্তরাষ্ট্রের হামলার পর প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা হামলার ব্যাপারে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদর দপ্তরের মুখপাত্র এব্রাহিম জুলফাকারি বলেছেন, ‘জুয়াড়ি ডোনাল্ড ট্রাম্প, আপনি যুদ্ধ শুরু করেছেন। কিন্তু যুদ্ধটা আমরা শেষ করবো।’
রোববার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে মার্কিন হামলার পর থেকেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান। তবে এখন পর্যন্ত কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। এই হামলার জবাবে ইসরায়েলেই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার তারা মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি কিংবা উপসাগরীয় এলাকায় ট্যাঙ্কারে হামলা চালাতে পারে।