টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ১ম দিনে উইকেটের ছড়াছড়ি। মোট ১৪টি উইকেটের পতন ঘটেছে। ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ফাইনালে শুরুতে দারুণ বল করে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে মাত্র ২১২ রানে অলআউট করে দেয়। তবে প্রথম ইনিংসে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকাও। ফলে প্রথম দিনের খেলায় বোলার পেসাররা দাপট দেখিয়েছে সেই কথা বলাই যায়।
টস জিতে ফ্রেশ উইকেটে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেননি টেম্বা বাভুমা। প্রোটিয়া বোলাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন, যেখানে কাগিসো রাবাডা ও মার্কো ইয়ানসেন দারুণ ছন্দে ছিলেন। অজিদের হয়ে বিউ ওয়েবস্টার ৭২ ও স্টিভ স্মিথ ৬৬ রানের ইনিংস না খেলতে পারলে লড়াই করার মত জায়গাতেই থাকত না ব্যাগি গ্রিনরা।
প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাডা ৫টি, মার্কো ইয়ানসেন ৩টি, কেশব মহারাজ ও এডেন মার্করাম ১টি করে উইকেট নিয়েছেন। তবে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারেই হতাশাজনক। দিন শেষে তারা ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান সংগ্রহ করে চাপে পড়ে গিয়েছে। প্রথম ইনিংসে ওপেনাররা ব্যর্থ হন, আর মিডল অর্ডারও ধাক্কা সামলাতে পারেনি। অস্ট্রেলিয়ার পেস ব্যাটারি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডরা আগুনে বোলিং করে প্রথম দিনেই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন ঘটান। দিনের শেষে ১৬৯ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। হাতে ৬ উইকেট।