টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর অন্য জেলাগুলোতে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজ রবিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি।
আবহাওয়াবিদরা ধারণা করছেন, তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে সেটা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি নয়।