প্রথমবারের মতো অভিনেত্রী তটিনী ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন । অভিনেত্রী তটিনী নিজেই গত ২৬ জুলাই দেশের একটি গণমাধ্যমে ওয়েব ফিল্মে কাজ করার খবরটি নিশ্চিত করেছেন।
এর আগেও তাকে ওটিটির পর্দায় দেখা গিয়েছিল তটিনীকে। তবে সেটি ছিল একটি অ্যানথোলজি সিনেমার পর্বে। ‘এই মুহূর্তে’ সিরিজের ‘কল্পনা’ পর্বে অভিনয় করেছিলেন তিনি। নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন পরিচালক সানী সানোয়ার।
অভিনেত্রী তটিনী বলেন, ওয়েব ফিল্মের কাজগুলো হয় সাধারণত অনেক সময় এবং প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। এখানে ভালো কাজের অনেক সুযোগ থাকে। আমি নতুন এই সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই আমি এই ওয়েব ফিল্মটি করতে রাজি হয়েছি।
জানা গেছে, আগামী ৫ আগস্ট থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছানো হতে পারে।
এই প্রসঙ্গে তটিনী বলেন, ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। শুটিং শিডিউল এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তবে দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। বর্তমান পরিস্থিতি বুঝে শুটিং কিছুদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদ : 






















