তাপপ্রবাহ: এবছরের রেকর্ডভাঙা উষ্ণ দিন দেখেছে ইংল্যান্ড, দাবানলের বিরুদ্ধে লড়ছে তুরস্ক

তাপপ্রবাহ: এবছরের রেকর্ডভাঙা উষ্ণ দিন দেখেছে ইংল্যান্ড, দাবানলের বিরুদ্ধে লড়ছে তুরস্ক

গত কয়েক বছরের মতো এবছরের মাঝামাঝিতেও তাপপ্রবাহের কবলে ইউরোপ। এর মধ্যে গতকাল মঙ্গলবার এ বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য। এদিন দেশটিতে এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এসেক্সের রিটেল এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মাত্রা কেন্টের ফ্রিটেনডেনে মঙ্গলবারে রেকর্ড হওয়া ৩৩ দশমিক ৬ সেলসিয়াসের চেয়েও বেশি। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দেশের বেশিরভাগ অঞ্চলজুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এর মানে হল কেবল ঝুঁকিতে থাকা মানুষই নয় বরং বৃহত্তর জনগোষ্ঠী গরমের কারণে স্বাস্থ্যসমস্যায় পড়তে পারে।

 

ইংল্যান্ড এবছর সবচেয়ে উষ্ণ জুন মাসের রেকর্ড গড়েছে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। তবে ইংল্যান্ডের জন্য আশার কথা হলো আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা সহনীয় হবে।

 

মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ফলে তাপপ্রবাহ আরও ঘন ও তীব্র হচ্ছে। তীব্র তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলীয় এলাকাগুলো গত কয়েকদিন ধরেই দাবানলের আগুনে পুড়ছে।

 

উদ্ধারকর্মীরা ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। তাদের বেশিরভাগই তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের বাসিন্দা। শত শত স্থানে জ্বলতে থাকা দাবানলের আগুন নেভাতে লড়ছে দমকলকর্মীরা।

 

প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ইজমিরের দক্ষিণাঞ্চলে সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বাতাসের তীব্র বেগের কারণে হেলিকপ্টারের ব্যবহারও বন্ধ করতে হয়েছে। আগুন নেভাতে পানি ছোড়ার বিশেষ উড়োজাহাজ ও বিপুল সংখ্যক স্থলকর্মী কাজ করছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

তাপপ্রবাহ: এবছরের রেকর্ডভাঙা উষ্ণ দিন দেখেছে ইংল্যান্ড, দাবানলের বিরুদ্ধে লড়ছে তুরস্ক

আপডেট সময় ০২:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

গত কয়েক বছরের মতো এবছরের মাঝামাঝিতেও তাপপ্রবাহের কবলে ইউরোপ। এর মধ্যে গতকাল মঙ্গলবার এ বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য। এদিন দেশটিতে এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এসেক্সের রিটেল এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মাত্রা কেন্টের ফ্রিটেনডেনে মঙ্গলবারে রেকর্ড হওয়া ৩৩ দশমিক ৬ সেলসিয়াসের চেয়েও বেশি। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দেশের বেশিরভাগ অঞ্চলজুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এর মানে হল কেবল ঝুঁকিতে থাকা মানুষই নয় বরং বৃহত্তর জনগোষ্ঠী গরমের কারণে স্বাস্থ্যসমস্যায় পড়তে পারে।

 

ইংল্যান্ড এবছর সবচেয়ে উষ্ণ জুন মাসের রেকর্ড গড়েছে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। তবে ইংল্যান্ডের জন্য আশার কথা হলো আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা সহনীয় হবে।

 

মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ফলে তাপপ্রবাহ আরও ঘন ও তীব্র হচ্ছে। তীব্র তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলীয় এলাকাগুলো গত কয়েকদিন ধরেই দাবানলের আগুনে পুড়ছে।

 

উদ্ধারকর্মীরা ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। তাদের বেশিরভাগই তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের বাসিন্দা। শত শত স্থানে জ্বলতে থাকা দাবানলের আগুন নেভাতে লড়ছে দমকলকর্মীরা।

 

প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ইজমিরের দক্ষিণাঞ্চলে সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বাতাসের তীব্র বেগের কারণে হেলিকপ্টারের ব্যবহারও বন্ধ করতে হয়েছে। আগুন নেভাতে পানি ছোড়ার বিশেষ উড়োজাহাজ ও বিপুল সংখ্যক স্থলকর্মী কাজ করছে।