হরর-কমেডি মুভি ‘স্ত্রী টু’ তে ‘আজ কি রাত’ গানে নেচে সবার নজর কেড়েছে এই সুন্দরী অভিনেত্রী। কিন্তু জানেন কি এই এক আইটেম গানের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন তামান্না ভাটিয়া?
ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুধু মাত্র ‘আজ কি রাত’ গানে নাচার জন্য তামান্না ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যেখানে ‘স্ত্রী’ সিনেমার প্রথম কিস্তির আইটেম সং ‘কামারিয়া’র জন্য নোরা ফাতেহির পারিশ্রমিক ছিল মাত্র ২৫ লক্ষ রুপি! অর্থাৎ এক আইটেম গানে নাচতে নোরার তুলনায় ৩০০ শতাংশ বেশি পারিশ্রমিক নিলেন তামান্না।
২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’।
কৌশিক পরিচালিত ৩০ কোটি বাজেটের এই ছবিটি মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৮৩ কোটি রুপি! যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটির আয় হয়েছে ২০৪ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম বলিউডের ছবি হিসেবে ৫০০ কোটির ঘরে এন্ট্রি নেবে এই ছবি।
নিজস্ব সংবাদ : 























