সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা Logo যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Logo ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে Logo সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা Logo এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

তিস্তায় পানি বেড়ে ভারতে রেড অ্যালার্ট, বাংলাদেশেও সতর্কতা

তিস্তায় পানি বেড়ে ভারতে রেড অ্যালার্ট, বাংলাদেশেও সতর্কতা

সিকিমে টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপজ্জনক মাত্রায় বাড়তে থাকায় ভারতের সংলগ্ন অংশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে সিকিম রাজ্যের মাঙন, গ্যালশিং ও সোরেং জেলায়। হিমালয়ের চিতামু হ্রদ থেকে সৃষ্ট নদী তিস্তা ভারতের সীমানা পেরিয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে। তবে আশার কথা যে সোমবার তিস্তার পানি কমে যেতে পারে।

 

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, রংপুর বিভাগে তিস্তার সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং তিস্তার পানি বিপৎসীমায় প্রবাহিত হতে পারে।

 

তিস্তায় ভারতীয় অংশে বন্যা দেখা দিলে বাংলাদেশে এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়তে পারে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীগুলোতে ভারত থেকে যদি অতিরিক্ত পানি নিয়ে প্রবেশ করে, যা লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও শেরপুরসহ সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যার কারণ হতে পারে।

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে অতিবৃষ্টি হলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়, তাই তারা বন্যা পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে সতর্ক করছে।

 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষণের তীব্রতা বাড়তে পারে এবং জুনের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রথম দফা বন্যা দেখা দিতে পারে।

 

উজানে ভারি বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নদনদীর পানি আগামী দুইদিন বাড়তে পারে বলে পূর্বাভাস এসেছে।

 

তিস্তা পরিস্থিতি তুলে ধরে ভারতের সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস লিখেছে, শনিবার সকালে বালুওয়াখানি, গ্যাংটক থেকে পাওয়া ‘নাওকাস্ট’ সতর্কবার্তায় সকাল ৬টা ১৫ মিনিট থেকে দুই থেকে তিন ঘণ্টা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়।

 

গ্যাংটকের জেলা প্রশাসকের জারি করা জরুরি এক ঘোষণায় বলা হয়, “জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত হালনাগাদ তথ্য জানাবে।”

 

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মাঙন জেলায় রেড অ্যালার্ট জারির প্রেক্ষিতে গ্যাংটকের অন্তর্গত দিকচু থেকে সিংতাম পর্যন্ত তিস্তা নদী অববাহিকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

 

সে কারণে তিস্তা নদীর অববাহিকায় কর্মরত মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে গ্যাংটক জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জরুরি কোনো পরিস্থিতি ঘটলে জেলা নিয়ন্ত্রণ কক্ষে বা সংশ্লিষ্ট জেলা প্রধানদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

তিস্তায় পানি বেড়ে ভারতে রেড অ্যালার্ট, বাংলাদেশেও সতর্কতা

আপডেট সময় ০৫:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

সিকিমে টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপজ্জনক মাত্রায় বাড়তে থাকায় ভারতের সংলগ্ন অংশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে সিকিম রাজ্যের মাঙন, গ্যালশিং ও সোরেং জেলায়। হিমালয়ের চিতামু হ্রদ থেকে সৃষ্ট নদী তিস্তা ভারতের সীমানা পেরিয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে। তবে আশার কথা যে সোমবার তিস্তার পানি কমে যেতে পারে।

 

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, রংপুর বিভাগে তিস্তার সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং তিস্তার পানি বিপৎসীমায় প্রবাহিত হতে পারে।

 

তিস্তায় ভারতীয় অংশে বন্যা দেখা দিলে বাংলাদেশে এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়তে পারে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীগুলোতে ভারত থেকে যদি অতিরিক্ত পানি নিয়ে প্রবেশ করে, যা লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও শেরপুরসহ সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যার কারণ হতে পারে।

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে অতিবৃষ্টি হলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়, তাই তারা বন্যা পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে সতর্ক করছে।

 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষণের তীব্রতা বাড়তে পারে এবং জুনের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রথম দফা বন্যা দেখা দিতে পারে।

 

উজানে ভারি বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নদনদীর পানি আগামী দুইদিন বাড়তে পারে বলে পূর্বাভাস এসেছে।

 

তিস্তা পরিস্থিতি তুলে ধরে ভারতের সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস লিখেছে, শনিবার সকালে বালুওয়াখানি, গ্যাংটক থেকে পাওয়া ‘নাওকাস্ট’ সতর্কবার্তায় সকাল ৬টা ১৫ মিনিট থেকে দুই থেকে তিন ঘণ্টা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়।

 

গ্যাংটকের জেলা প্রশাসকের জারি করা জরুরি এক ঘোষণায় বলা হয়, “জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত হালনাগাদ তথ্য জানাবে।”

 

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মাঙন জেলায় রেড অ্যালার্ট জারির প্রেক্ষিতে গ্যাংটকের অন্তর্গত দিকচু থেকে সিংতাম পর্যন্ত তিস্তা নদী অববাহিকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

 

সে কারণে তিস্তা নদীর অববাহিকায় কর্মরত মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে গ্যাংটক জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জরুরি কোনো পরিস্থিতি ঘটলে জেলা নিয়ন্ত্রণ কক্ষে বা সংশ্লিষ্ট জেলা প্রধানদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।