বৃষ্টির জন্য বাড়তি আধ ঘণ্টা খেলা সম্ভব হল না। থামল ম্যাচ। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটে ৯০ রান। রাহুল ৪৭ ও গিল ৬ রানে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় ইনিংসে আপাতত ৯৬ রানে এগিয়ে ভারত।
প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অবশ্য বেশ ভালভাবেই এগোচ্ছিলেন। তবে বেন স্টোকসের বলে ৩০ রানেই থামল সুদর্শনের ইনিংস। ৮২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
ভারত: ৪৭১/১০ (গিল ১৪৭,পন্থ ১৩৪, যশস্বী ১০১, (স্টোকস ৪/৬৬, টং ৪/৮৬), ৯০/২ (রাহুল ৪৭, সুদর্শন ৩০, গিল ৬)
ইংল্যান্ড:৪৬৫/১০ (পোপ ১০৬, হ্যারি ব্রুক ৯৯) (বুমরাহ ৫/৮৩)
৩য় দিনের খেলা শেষ।