দিনাজপুরে তীব্র শীতে বিপর্যস্ত হতদরিদ্র-ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীরী মানুষকে একটু উষ্ণতা দিতে যৌথ প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ ।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভাদুয়ারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সহযোগিতায় বোচাগঞ্জ- ভাদুরীয়ার আশ্রয় সমবায় সংঘ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন।অসয়ায়-দরিদ্র শীতার্ত মানুষের পাশে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ দাঁড়ানোয় এমনি মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট সূধীজনেরা।
প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘকে এমন মহতি উদ্যোগ অব্যাহত রেখে ধনি ও ধনার্ঢ্য ব্যক্তিদেরও অসহায়-দরিদ্র ও দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অব এপস) আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র কম্বল দেওয়া হয়।
ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ।
আগামিতে মানুষের পাশে দাঁড়াবে প্রকৃতি ও জীবন ক্লাব এমনটাই আশাব্যক্ত করেন ক্লাবের অন্যান্য সদস্যরা।
দিনাজপুর প্রতিনিধি 




















