আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
আজ সোমবার (৩ মার্চ) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, রোজার সব পণ্যের দাম ৭ দিনের মধ্যে কমে আসবে। সয়াবিন তেলের সরবরাহের কিছু ঘাটতি আছে। আশা করছি আজ কালের মধ্যে সরবরাহ ব্যবস্থা উন্নতি ঘটবে।