আফগানিস্তানে ভূমিকম্প: উত্তর আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্পে অন্তত ২০ জন মারা গেছে, আহত হয়েছে ১৮০ জন।
স্থানীয় স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিন জোয়েন্দা বলেছেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময় রোববার রাত আড়াইটায় সেখানে ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩; উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৮ দশমিক কিলোমিটার গভীরে।
দীর্ঘ মেয়াদি খরায় বিপর্যস্ত ইরান: দীর্ঘ মেয়াদি খরার মুখে পড়েছে ইরান। এতে রাজধানী তেহরানজুড়ে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। দুই সপ্তাহে শুকিয়ে যেতে পারে পানির উৎস।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের পানির প্রধান উৎসগুলোর মধ্যে অন্যতম প্রধান বাঁধ ‘আমির কবিরে’ ধারণ ক্ষমতার মাত্র ৮ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে এবং দুই সপ্তাহের মধ্যেই শহরে পানীয় জলের মজুত শেষ হয়ে যেতে পারে।
রাজধানীতে পানি সরবরাহের পাঁচটি বাঁধের একটি হচ্ছে আমির কবির ড্যাম, যেখানে এখন মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি রয়েছে, যা ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ।

তেহরানের পানি কর্তৃপক্ষের পরিচালক বেহজাদ পারসা জানান, এই পরিমাণ পানি দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত পানি সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
ইরান বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি। গত মাসে এক স্থানীয় কর্মকর্তা বলেছিলেন, তেহরান প্রদেশে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় এক শতাব্দীতে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বাড়ল: ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখনও নিখোঁজ ৫ জন। রোববার এ তথ্য দিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভিয়েতনামের উপকূলীয় প্রদেশগুলোতে গত সপ্তাহে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১.৭ মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি-প্রদেশ। ঘটে প্রাণহানির ঘটনা।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হোই আনের প্রাচীন শহরটি কোমর পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে। রোববার বৃষ্টি অব্যাহত থাকায় কাঠের নৌকায় যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
সাড়ে ১৬ হাজারের বেশি ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে। ৪০ হাজারের বেশি হাঁস-মুরগি ও গবাদি পশু পানির স্রোতের তোড়ে ভেসে গেছে। পানিতে ডুবে গেছে ৫ হাজার ৩শ হেক্টরের বেশি ফসলি জমি।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















