সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

দূষিত বাতাসের শহর তালিকায় ৭ নম্বরে ঢাকা

দূষিত বাতাসের শহর তালিকায় ৭ নম্বরে ঢাকা

শীত আসলেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় একেবারে শীর্ষে থাকা ঢাকা অথবা দিল্লি। তবে এখন মোটামুটি বর্ষা চলমান থাকা অবস্থাতেও ঢাকা বায়ু দূষণের কারণে কুখ্যাতি ধরে রেখেছে। আজ বৃহস্পতিবার (২৯ অগাস্ট) দূষিত বাতাসের শহর তালিকার শীর্ষ সাত নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানসূচক থেকে এ তথ্য জানা গেছে।

সাত নম্বরে অবস্থান করা রাজধানী ঢাকার বাতাসের মান ১০৭। সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় ঢাকার বাসিন্দাদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। একইভাবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। এ ছাড়া ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষেরা। বাতাসের এমন দূষিত অবস্থায় তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের সূচকে আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় ২০২ স্কোর নিয়ে শীর্ষে কাতারের দোহা। ১৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ দুইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তালিকায় শীর্ষ তিন নম্বরে অবস্থান করছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

দূষিত বাতাসের শহর তালিকায় ৭ নম্বরে ঢাকা

আপডেট সময় ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

শীত আসলেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় একেবারে শীর্ষে থাকা ঢাকা অথবা দিল্লি। তবে এখন মোটামুটি বর্ষা চলমান থাকা অবস্থাতেও ঢাকা বায়ু দূষণের কারণে কুখ্যাতি ধরে রেখেছে। আজ বৃহস্পতিবার (২৯ অগাস্ট) দূষিত বাতাসের শহর তালিকার শীর্ষ সাত নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানসূচক থেকে এ তথ্য জানা গেছে।

সাত নম্বরে অবস্থান করা রাজধানী ঢাকার বাতাসের মান ১০৭। সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় ঢাকার বাসিন্দাদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। একইভাবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। এ ছাড়া ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষেরা। বাতাসের এমন দূষিত অবস্থায় তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের সূচকে আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় ২০২ স্কোর নিয়ে শীর্ষে কাতারের দোহা। ১৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ দুইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তালিকায় শীর্ষ তিন নম্বরে অবস্থান করছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।