সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী, এক চ্যালেঞ্জের পর আরেক চ্যালেঞ্জ

ছোট-বড় ১৭ হাজার ৫০০ দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। এতদিন ইন্দোনেশিয়ার রাজধানী ছিল জাকার্তা। ছিল বলার কারণ, জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হচ্ছে বোর্নিও দ্বীপে। নতুন রাজধানীর নাম নুসানতারা। জাভা ভাষায় নুসানতারার অর্থ দ্বীপপুঞ্জ। ১৩ অগাস্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুন রাজধানী নুসানতারায় প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন।

তিলে তিলে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত নতুন রাজধানী। তিন হাজার দুইশো ৪০ কোটি ডলারের মেগা প্রকল্পটি সঠিক পথে রয়েছে বলে উইদোদো বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন। পুরো কাজ ২০৪৫ সালের অগাস্টে শেষ হওয়ার কথা।

কিন্তু একটি রাজধানী সরিয়ে ফেলা সহজ কথা নয়, তবু কেন জাকার্তার বদলে নুসানতারা? ইন্দোনেশিয়ার রাজধানী বদলানোর কয়েকটি কারণ আছে। এগুলোর মধ্যে আছে- বাড়তি জনসংখ্যার চাপ থেকে জাকার্তার প্রকৃতিকে রক্ষা, বায়ু দূষণ থেকে বেঁচে বের হওয়া এবং সর্বোপরি জাকার্তার অস্তিত্ব রক্ষা।

এবার এই কারণগুলোর বিস্তারিত জানা যাক। দীর্ঘস্থায়ী যানজট, বন্যা এবং বায়ু দূষণের কারণে বহু বছর ধরেই জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছিল।

দেশটির রাজধানী জাভা দ্বীপ থেকে সরানোর অন্যতম কারণ অতিরিক্ত জনসংখ্যা। জাভা দ্বীপের সবচেয়ে বড় শহর জাকার্তা এখন বিশ্বের অন্যতম জনবহুল শহর। যানজটে স্থবিরতা জার্কাতার নিয়মিত ব্যাপার। বায়ুদূষণের কারণে কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে গিয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নাম।

জাকার্তা জ্যাম
জাকার্তায় ঠাসা সুউচ্চ ইমারত,সড়কে যানবাহনের জট

অতিরিক্ত জনসংখ্যার চাপ সামলাতে ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে হচ্ছিল জার্কাতায়। অন্যদিকে সুউচ্চ ভবন গড়ে উঠছিল। তাই আশঙ্কা করা হচ্ছিল ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ দেবে যেতে পারে। অন্যদিকে ১৩টি ছোট বড় নদীর জাভায় বন্যাও নিয়মিত ব্যাপার।

এসব বাস্তবতায় ভবিষ্যতের কথা মাথায় রেখে বোর্নিওর নুসানতারা হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। পরিকল্পনা বাস্তবায়নের কাজও চলছে জোরেশোরে। এই অগ্রগতি প্রমাণেই যেন গতকাল ১৩ অগাস্ট সেখানে মন্ত্রীসভার বৈঠক করলেন জোকো উইদোদো।

নতুন রাজধানী গড়তে গিয়েও হুমকিতে প্রাণ-প্রকৃতি
নতুন রাজধানী গড়তে গিয়েও হুমকিতে প্রাণ-প্রকৃতি

তবে নতুন রাজধানী এবার বোর্নিওর প্রাণ-বৈচিত্রকে হুমকিতে ফেলবে কিনা এই নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। পরিবেশবাদীদের আশঙ্কা,  বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে অনেক গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু প্রাণ বৈচিত্র্য এবং বনজীবী গোষ্ঠী। তাদের আশঙ্কা, নতুন শহর নির্মাণের ফাঁকে পাম চাষের বিস্তার ঘটবে। সেই সঙ্গে নানা ধরনের বন্যপ্রাণী ও সবুজ চিরহরিৎ অরণ্য ঝুঁকিতে পড়বে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ

আপডেট সময় ০৪:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

ছোট-বড় ১৭ হাজার ৫০০ দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। এতদিন ইন্দোনেশিয়ার রাজধানী ছিল জাকার্তা। ছিল বলার কারণ, জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হচ্ছে বোর্নিও দ্বীপে। নতুন রাজধানীর নাম নুসানতারা। জাভা ভাষায় নুসানতারার অর্থ দ্বীপপুঞ্জ। ১৩ অগাস্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুন রাজধানী নুসানতারায় প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন।

তিলে তিলে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত নতুন রাজধানী। তিন হাজার দুইশো ৪০ কোটি ডলারের মেগা প্রকল্পটি সঠিক পথে রয়েছে বলে উইদোদো বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন। পুরো কাজ ২০৪৫ সালের অগাস্টে শেষ হওয়ার কথা।

কিন্তু একটি রাজধানী সরিয়ে ফেলা সহজ কথা নয়, তবু কেন জাকার্তার বদলে নুসানতারা? ইন্দোনেশিয়ার রাজধানী বদলানোর কয়েকটি কারণ আছে। এগুলোর মধ্যে আছে- বাড়তি জনসংখ্যার চাপ থেকে জাকার্তার প্রকৃতিকে রক্ষা, বায়ু দূষণ থেকে বেঁচে বের হওয়া এবং সর্বোপরি জাকার্তার অস্তিত্ব রক্ষা।

এবার এই কারণগুলোর বিস্তারিত জানা যাক। দীর্ঘস্থায়ী যানজট, বন্যা এবং বায়ু দূষণের কারণে বহু বছর ধরেই জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছিল।

দেশটির রাজধানী জাভা দ্বীপ থেকে সরানোর অন্যতম কারণ অতিরিক্ত জনসংখ্যা। জাভা দ্বীপের সবচেয়ে বড় শহর জাকার্তা এখন বিশ্বের অন্যতম জনবহুল শহর। যানজটে স্থবিরতা জার্কাতার নিয়মিত ব্যাপার। বায়ুদূষণের কারণে কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে গিয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নাম।

জাকার্তা জ্যাম
জাকার্তায় ঠাসা সুউচ্চ ইমারত,সড়কে যানবাহনের জট

অতিরিক্ত জনসংখ্যার চাপ সামলাতে ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে হচ্ছিল জার্কাতায়। অন্যদিকে সুউচ্চ ভবন গড়ে উঠছিল। তাই আশঙ্কা করা হচ্ছিল ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ দেবে যেতে পারে। অন্যদিকে ১৩টি ছোট বড় নদীর জাভায় বন্যাও নিয়মিত ব্যাপার।

এসব বাস্তবতায় ভবিষ্যতের কথা মাথায় রেখে বোর্নিওর নুসানতারা হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। পরিকল্পনা বাস্তবায়নের কাজও চলছে জোরেশোরে। এই অগ্রগতি প্রমাণেই যেন গতকাল ১৩ অগাস্ট সেখানে মন্ত্রীসভার বৈঠক করলেন জোকো উইদোদো।

নতুন রাজধানী গড়তে গিয়েও হুমকিতে প্রাণ-প্রকৃতি
নতুন রাজধানী গড়তে গিয়েও হুমকিতে প্রাণ-প্রকৃতি

তবে নতুন রাজধানী এবার বোর্নিওর প্রাণ-বৈচিত্রকে হুমকিতে ফেলবে কিনা এই নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। পরিবেশবাদীদের আশঙ্কা,  বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে অনেক গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু প্রাণ বৈচিত্র্য এবং বনজীবী গোষ্ঠী। তাদের আশঙ্কা, নতুন শহর নির্মাণের ফাঁকে পাম চাষের বিস্তার ঘটবে। সেই সঙ্গে নানা ধরনের বন্যপ্রাণী ও সবুজ চিরহরিৎ অরণ্য ঝুঁকিতে পড়বে।