সংবাদ শিরোনাম ::
Logo ‘২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী’ Logo ১১৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন Logo নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা Logo পরিবেশ ও শ্রমিকবান্ধব টেকসই চামড়া শিল্পখাতের জন্য টিসিসি গঠনের প্রস্তাবনা সভাতেই বড় ঘোষণা! Logo ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি Logo ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে দেওয়া চিঠিতে যা লিখলেন ট্রাম্প Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে এইচআরপিবি

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে এইচআরপিবি

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি। এজন্য নির্বাচনি আইনে (আরপিও) সংশোধনী আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ মার্চ) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সংগঠনটির নেতারা এই দাবি জানান।

এইচআরপিবি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে মনজিল মোরসেদ বলেন, “আমরা পরিবেশ রক্ষায় আইনি লড়াই করছি। একটি আইনি লড়াইয়ের মাধ্যমে আপিল বিভাগের নির্দেশনা রয়েছে, ‘নদী দখলকারী ও দূষণকারী যারা হবে তারা নির্বাচনে অযোগ্য হবে। সামনে নির্বাচন রয়েছে। আমরা কমিশনের কাছে আবেদন করেছি, আরপিও সংশোধন করে একটা বিধান সংযোজন করা যে, নদী দূষণকারী ও দখলকারী যারা হবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে।

তিনি জানান, নদী দূষণকারী ও দখলকারী কারা ইতোমধ্যে জাতীয় নদী রক্ষা কমিশন তার প্রতিবেদন প্রকাশ করেছে। কয়েক হাজার নদী দূষণকারী দেশে আছে, ওয়েবসাইটে তালিকা রয়েছে।

এই আইনজীবী আরও বলেন, অযোগ্যতার বিষয়টি আইনের মাধ্যমে নির্ধারণ করা হলে দূষণ, দখল অনেক কমে যাবে। ঋণখেলাপীরাও একসময় নির্বাচন করতে পারতেন। পরে আইন সংশোধন করে অযোগ্য ঘোষণা করা হয়।’ এইচআরপিবির প্রস্তাবের সঙ্গে নির্বাচন কমিশন একমত পোষণ করেছে বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, “তারা (ইসি) বলেছে, এটা অবশ্যই পরিবেশের জন্য ভাল হবে। কিন্তু এখানে আইনের সংশোধনের প্রয়োজন আছে। সংশোধন একটি দীর্ঘ প্রক্রিয়া। তারা চেষ্টা করবেন।”

এইচআরপিবির প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাস উদ্দিন ভুঁইয়া ও এএইচ এম ইমরুল কাওসার।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী’

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে এইচআরপিবি

আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি। এজন্য নির্বাচনি আইনে (আরপিও) সংশোধনী আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ মার্চ) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সংগঠনটির নেতারা এই দাবি জানান।

এইচআরপিবি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে মনজিল মোরসেদ বলেন, “আমরা পরিবেশ রক্ষায় আইনি লড়াই করছি। একটি আইনি লড়াইয়ের মাধ্যমে আপিল বিভাগের নির্দেশনা রয়েছে, ‘নদী দখলকারী ও দূষণকারী যারা হবে তারা নির্বাচনে অযোগ্য হবে। সামনে নির্বাচন রয়েছে। আমরা কমিশনের কাছে আবেদন করেছি, আরপিও সংশোধন করে একটা বিধান সংযোজন করা যে, নদী দূষণকারী ও দখলকারী যারা হবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে।

তিনি জানান, নদী দূষণকারী ও দখলকারী কারা ইতোমধ্যে জাতীয় নদী রক্ষা কমিশন তার প্রতিবেদন প্রকাশ করেছে। কয়েক হাজার নদী দূষণকারী দেশে আছে, ওয়েবসাইটে তালিকা রয়েছে।

এই আইনজীবী আরও বলেন, অযোগ্যতার বিষয়টি আইনের মাধ্যমে নির্ধারণ করা হলে দূষণ, দখল অনেক কমে যাবে। ঋণখেলাপীরাও একসময় নির্বাচন করতে পারতেন। পরে আইন সংশোধন করে অযোগ্য ঘোষণা করা হয়।’ এইচআরপিবির প্রস্তাবের সঙ্গে নির্বাচন কমিশন একমত পোষণ করেছে বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, “তারা (ইসি) বলেছে, এটা অবশ্যই পরিবেশের জন্য ভাল হবে। কিন্তু এখানে আইনের সংশোধনের প্রয়োজন আছে। সংশোধন একটি দীর্ঘ প্রক্রিয়া। তারা চেষ্টা করবেন।”

এইচআরপিবির প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাস উদ্দিন ভুঁইয়া ও এএইচ এম ইমরুল কাওসার।