পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তবে গ্রুপ চ্যাম্পিয়নয় হওয়ার লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল কিউইরা। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এতে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেয়েছে ভারত।
রোববার (২ মার্চ) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে ২৭ বল হাতে থাকতেই ২০৫ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৪৪ রানের জয় পায় ভারত।
ভারতের হয়ে পাঁচ উইকেট শিকার করেন ভরুণ চক্রবর্তী। এ ছাড়াও কুলদ্বীপ যাদব দুটি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবিন্দ্র জাদেজা নেন একটি করে উইকেট।