সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা Logo যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Logo ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে Logo সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা Logo এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

পরোক্ষ ধূমপানের বিপদ কমাতে কঠোর পদক্ষেপ নিলো ইউরোপের এই দেশ  

পরোক্ষ ধূমপানের বিপদ কমাতে কঠোর পদক্ষেপ নিলো ইউরোপের এই দেশ  

শিশুদের পরোক্ষ ধূমপানের বিপদ থেকে রক্ষার লক্ষ্যে সমুদ্র সৈকত পাবলিক পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। রোববার (২৯ জুন) থেকে বাস্তবায়ন হচ্ছে নতুন এই নির্দেশনা।

 

নির্দেশনা অনুযায়ী, বাসস্ট্যান্ড,  লাইব্রেরি, সুইমিং পুল ও স্কুলের আশেপাশের এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শনিবার (২৮) এ সংক্রান্ত সরকারি একটি গেজেট প্রকাশিত হয়।

 

ফ্রান্সে স্কুল ছুটি শুরু হওয়ার এক সপ্তাহ আগে এই নিয়ম আরোপ করা হয়েছে, যাতে করে সমুদ্র সৈকতে শিশুদের ধোঁয়া থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা যায়।

 

তবে, কিছু তামাকবিরোধী কর্মী ও সংগঠন এ ব্যপারে হতাশা প্রকাশ করেছেন। কারণ, এই নিষেধাজ্ঞা বার ও রেস্তোরার বাইরে বসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য না হওয়ায়ও তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণায় প্রাথমিকভাবে মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি গেজেটে প্রকাশিত তথ্যে রোববার থেকে কার্যকরের কথা বলা হয়েছে। গেজেটে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী, স্কুল, সুইমিং পুল, লাইব্রেরি এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি করে এমন অন্যান্য স্থানের ১০ মিটার ব্যাসার্ধের মধ্যেও ধূমপান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনে এসব এলাকায় ধূমপানের জন্য সর্বনিম্ন দূরত্ব ঘোষণা করা হবে এবং এই ধরনের এলাকা চিহ্নিত করার জন্য সাইনবোর্ড ব্যবহৃত হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ১৩৫ ইউরো থেকে সর্বোচ্চ ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

 

সরকারি হিসাব অনুযায়ী, ফ্রান্সে পরোক্ষ ধূমপানে প্রতিবছর ৩ থেকে ৫ হাজার মানুষের মৃত্যু হয়। আর প্রত্যক্ষ ধূমপানে মৃত্যু ৭৫ হাজার। সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ ফরাসি উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

পরোক্ষ ধূমপানের বিপদ কমাতে কঠোর পদক্ষেপ নিলো ইউরোপের এই দেশ  

আপডেট সময় ০৭:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

শিশুদের পরোক্ষ ধূমপানের বিপদ থেকে রক্ষার লক্ষ্যে সমুদ্র সৈকত পাবলিক পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। রোববার (২৯ জুন) থেকে বাস্তবায়ন হচ্ছে নতুন এই নির্দেশনা।

 

নির্দেশনা অনুযায়ী, বাসস্ট্যান্ড,  লাইব্রেরি, সুইমিং পুল ও স্কুলের আশেপাশের এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শনিবার (২৮) এ সংক্রান্ত সরকারি একটি গেজেট প্রকাশিত হয়।

 

ফ্রান্সে স্কুল ছুটি শুরু হওয়ার এক সপ্তাহ আগে এই নিয়ম আরোপ করা হয়েছে, যাতে করে সমুদ্র সৈকতে শিশুদের ধোঁয়া থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা যায়।

 

তবে, কিছু তামাকবিরোধী কর্মী ও সংগঠন এ ব্যপারে হতাশা প্রকাশ করেছেন। কারণ, এই নিষেধাজ্ঞা বার ও রেস্তোরার বাইরে বসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য না হওয়ায়ও তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণায় প্রাথমিকভাবে মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি গেজেটে প্রকাশিত তথ্যে রোববার থেকে কার্যকরের কথা বলা হয়েছে। গেজেটে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী, স্কুল, সুইমিং পুল, লাইব্রেরি এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি করে এমন অন্যান্য স্থানের ১০ মিটার ব্যাসার্ধের মধ্যেও ধূমপান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনে এসব এলাকায় ধূমপানের জন্য সর্বনিম্ন দূরত্ব ঘোষণা করা হবে এবং এই ধরনের এলাকা চিহ্নিত করার জন্য সাইনবোর্ড ব্যবহৃত হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ১৩৫ ইউরো থেকে সর্বোচ্চ ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

 

সরকারি হিসাব অনুযায়ী, ফ্রান্সে পরোক্ষ ধূমপানে প্রতিবছর ৩ থেকে ৫ হাজার মানুষের মৃত্যু হয়। আর প্রত্যক্ষ ধূমপানে মৃত্যু ৭৫ হাজার। সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ ফরাসি উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে।