পাকিস্তানকে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সর্বোচ্চ সারতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারালেও ফাইনালসহ দুই ম্যাচেই কিউইদের কাছে পরাস্ত হয়েছে রিজওয়ানের দল।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে যে কত বড় ভুল করেছে তা হাড়েহাড়ে টের পাচ্ছে পাকিস্তান। কারণ, তাদের ঘরের মাঠের কন্ডিশন বুঝে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাবর-রিজওয়ানদের বিধ্বস্ত করে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। আর হার দিয়ে শিরোপা ঘরে রাখার মিশন শুরু হলো পাকিস্তানের।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
নিউজিল্যান্ডঃ ৩২০/৫, উইল ইয়াং- ১০৭, টম লাথাম- ১১৮, গ্লেন ফিলিপ্স ৬১
পাকিস্তানঃ ২৬০/১০, বাবর আজম ৬৪, খুসদিল শাহ ৬৯
নিউজিল্যান্ড ৬০ রানে জয়ী।