বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় পাকিস্তানে একদিনে ৩৯ জন নিহত হয়েছে। পাকিস্তানের পুলিশ সোমবার বিবৃতিতে জানায়, পুলিশ স্টেশন, রেললাইন ও গাড়িতে আলাদা হামলায় এসব প্রাণহানি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এর মধ্যে মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস, ট্রাক ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়। মুসাখাইল জেলায় গত রোববার রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়। নিহত বাস যাত্রীদের সবাই পাঞ্জাবের বাসিন্দা।
ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেয় হামলাকারীরা। বন্দুকধারীদের খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ। এসব হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ওই এলাকায় সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী তারা।
বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে এই দায় স্বীকার করে বিএলএ। অভিযানের আগে বিএলএ সাধারণ মানুষদের রাস্তায় বের না হতে বলেছিল। তারা বিবৃতিতে জানায়, বিএলএ পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
ডেস্ক রিপোর্ট 
























