নাজমুল হাসান পাপনের হারানো বিসিবির সভাপতির আসনে বসতে যাচ্ছেন ফারুক আহমেদ। সভাপতির দায়িত্ব পাওয়ার দিনে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। নতুন সভাপতির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিকেল ৩টায় মিরপুরে হবে ।
সচিবালয়ে জরুরি বিসিবি সভায় ভিডিও কলে যুক্ত হয়ে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। বিসিবি পরিচালক জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়।
এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে। বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন ফারুক। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যানে পদত্যাগ করেছিলেন সাবেক এই অধিনায়ক।
ডেস্ক রিপোর্ট 

























