বাংলাদেশের সুদীর্ঘ সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল মুখরিত থাকে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণে। এসব পাখির মধ্যে সৈকতের পাখি অন্যতম। আমাদের দেশের সৈকতের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির বক, সরালি, চামচঠুটি, কাস্তেচরা, জিরিয়া, জৌরালি, গুলিন্দা, গাংচিল, পানচিল, বাটান উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে রয়েছে মহাবিপন্ন পাখিও।
সৈকতের পাখিদের মধ্যে আবাসিক এবং পরিযায়ী উভয় প্রজাতি রয়েছে। এই পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমানে এসব পাখি নানা ধরনের হুমকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে সৈকতের পাখি সংরক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সৈকতের পাখি সংরক্ষণে বাংলাদেশে কিছু পদক্ষেপ নেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম।
মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান‘প্রকৃতি ও জীবন’এর এবারের পর্ব-‘সৈকতের পাখি সংরক্ষণ’। এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি দেখবেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০:১৫ মিনিটে, শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১:০৫ মিনিটে এবং রবিবার ভোর ৫:৩০ মিনিটে, শুধুমাত্র চ্যানেল আই’তে।
প্রকৃতিবার্তা ডেস্ক 


















